নিজস্ব প্রতিবেদক: জেলা প্রশাসকের নির্দেশ উপেক্ষা করে তালায় সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানান, তালার রাজাপুর মৌজায় ১নং খাস খতিয়ানে ১৪১৭ নং দাগে ০৭ একর সরকারি জমি রয়েছে। ওই জমি দখল করে অবৈধ ভাবে তালা উপজেলার মেশারডাংগা গ্রামের প্রফুল্ল ব্যানার্জীর ছেলে আদিত্য ব্যানার্জী, কার্তিক ব্যানার্জী, অর্জুন ব্যনার্জী অবৈধ স্থাপনা নির্মান করে। সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা বন্ধের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন এলাকাবাসী।
অভিযোগটি আমলে নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) গত ৭ এপ্রিল’১৬ তারিখে ৭৫২ নং স্মারকে আগামি ৩০ দিনের মধ্যে ওই জমি উপর থেকে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করেন। কিন্তু নোটিশ প্রদানের প্রায় ৬মাস অতিবাহিত হলেও ওই স্থাপনা সরানো হয়নি। বরং ওই স্থাপনাটি আরো মজবুদ করার কার্যক্রম চলছে বলে এলাকাবাসি জানিয়েছেন।
সাতক্ষীরা জেলা প্রশাসকের নির্দেশ উপেক্ষা করে স্থাপনা করায় এলাকাবাসী হতাশ হয়ে পড়েছেন। কিভাবে তারা জেলা প্রশাসকের নির্দেশ অমান্য করে এ নিয়ে সাধারণ মানুষের মনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ওই সরকারি জমি থেকে অবিলম্বে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
পূর্ববর্তী পোস্ট