আসাদুজ্জামান : ২১ মার্চ আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস-২০২১ উপলক্ষে ৮ দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে দলিত জনগোষ্টিরা। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্টির অধিকার আন্দোলন (বিডিইআরএম) সাতক্ষীরা জেলা কমিটির আয়োজনে রবিবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
বিডিইআরএম সাতক্ষীরা জেলা কমিটির সাধারন সম্পাদক ও মিডা সংন্থার নির্বাহী পরিচালক দুলাল চন্দ্র দাশের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনটির যুগ্ন সাধারণ সম্পাদক জগোবন্ধ দাশ, সাংগঠনিক সম্পাদক প্রবীর কুমার দাশ, কার্য নির্বাহী সদস্য মন্টু কুমার দাশ প্রমুখ। মানববন্ধনে এ সময় দলিত সম্প্রদায়ের নারী ও পুরুষরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এনজিও কর্মী অলোক দাশ।
বক্তরা এসময়, জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধ প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়ন, আদমশুমারীতে দলিতদের আলাদা তথ্য সংগ্রহ, সংসদে সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত, জাতীয় বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বরাদ্দ বৃদ্ধি, আবাসনের ব্যবস্থা, সরকারি শিক্ষা প্রতিষ্টানে ভর্তি কোটা প্রবর্তনসহ ৮ দফা দাবী দ্রুত বাস্তবায়নের জোর দাবী জানান।