কালিগঞ্জ প্রতিনিধি : “মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপ মোকাবেলায় কালিগঞ্জ থানা পুলিশ বিশেষ উদ্বুদ্ধকরণ র্যালি ও জনসাধারণকে সচেতন করার জন্য লিফলেট বিতরণ ও মাস্ক পরিধান কার্যক্রম শুরু করেন।
এ উপলক্ষে রবিবার বেলা ১১টায় থানা চত্ত্বর থেকে অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেনের নেতৃত্বে পুলিশ বাহিনীর সদস্যরা বর্ণাঢ্য র্যািিল উপজেলার নাজিমগঞ্জ বাজার, প্রেসক্লাব, ফুলতলা মোড় হয়ে বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ সড়কে বিশেষ উদ্বুদ্ধকরণ প্রচারের মাধ্যমে পথচারীদের মাস্ক পরিয়ে উদ্বুদ্ধ করেন।
এসময় তিনি বলেন, মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নতুন করে আবারও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। করোনাভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির জন্য পুলিশ বাহিনী এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি সকল ধরনের অনিয়ম, দুর্নীতি ও মাদক নির্মূলে জিরো টলারেন্সে রাখতে সকলের সহযোগিতা চাই।