মোস্তফা কামাল : শ্যামনগর উপজেলার ৩নং শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের ২০১৭-২০১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় নকিপুর সরকারী হরিচরন পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ বাজেট ঘোষনা করেন ইউনিয়ন পরিষদ সচিব মোঃ আমিনুর রহমান। বাজেটে অর্থ বছরে বিভিন্ন খাত থেকে আয় ৩ কোটি ৪৫ লক্ষ ৬৮ হাজার ৮ শত টাকা এবং ব্যয় ৩ কোটি ৪৫ লক্ষ ৬৮ হাজার ৮ শত টাকা। উক্ত বাজেট অধিবেশনে ইউপি চেয়ারম্যান এ্যাড. জহুরুল হায়দার বাবুর সভাপতিত্বে এবং প্রভাষক জুলফিকার আল মেহেদী লিটনের পরিচালনায় প্রধান অতিথির Ÿক্তব্য রাখেন, সাতক্ষীরা ৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত মহসিন উল মুলক, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ্ সাদীদ, সাবেক উপাধ্যাক্ষ নাজিমউদ্দীন, প্রেসক্লাবের সভাপতি আকবর কবীর, সাধারণ সম্পাদক জাহিদ সুমন, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সদস্য মিসেস অমেলা রানী মন্ডল দেলোয়ারা বেগম, বেবী নাজনীন। ইউপি সদস্য আইয়ুব আলী খান, রামকৃষ্ণ মন্ডল, শেখ মাসুদুর রহমান, মলয় কুমার গায়েন, আমিনুর রহমান, আব্দুর রশিদ, শক্তি শেখর চক্রবর্তী, মিজানুর রহমান, আসলাম হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ হাজারও জনতা।
পূর্ববর্তী পোস্ট