নলতা প্রতিনিধি : নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাথে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের ম্যানেজিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় নলতা কেন্দ্রীয় মিশন কার্যালয়ে এ মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সভাপতি আবুল কাশেম মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক এমপি।
এসময় তিনি বলেন, খান বাহাদুর আহ্ছানউল্লা (রহ.) একজন আধ্যাত্বিক সাধনায় সিদ্ধিলাভকারী মহাপুরুষ। তাঁর প্রধান বৈশিষ্ট্য ছিল অপূর্ব বিনয়ী। তিনি সব সময় পরস্পরের সহিত মহব্বত, ভক্তি ও শ্রদ্ধার সাথে কথা বলতেন। আমাদের উচিত তার আদর্শকে অনুসরণ করা। তিনি আরো বলেন, পীর কেবলার আদর্শ ও আহ্ছানিয়া মিশনের মত ও পথ সম্পর্কে আমাদের জানতে হবে। কেন্দ্রীয় মিশনের সাথে প্রতিটি শাখা মিশনের সুসম্পর্ক ও মহব্বত সৃষ্টি করতে হবে। পীর কেবলার প্রতিটি কর্মসূচিতে অংশ গ্রহণ এবং শাখা মিশনগুলোকে বিভিন্ন কর্মসূচি পালনের জন্য আহবান জানান তিনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ সভাপতি ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, যুগ্ম সম্পাদক চৌধুরী আমজাদ হোসেন, আবু সাঈদ, আবুল ফজল প্রমুখ।