নিজস্ব প্রতিনিধি :
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সাতক্ষীরা স্বেচ্ছাসেবকদল বর্ণাঢ্য র্যালি, দু:স্থদের মাঝে খাদ্য বিতরণ এবং বেলুন উড়িয়ে দিবসটি পালন করেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় আমতলা মোড়স্থ জেলা স্বেচ্ছাসেবক দলের অস্থায়ী কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ এফতেখার আলী।
সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহম্মেদ মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল রউফ, হাবিবুর রহমান হাবিব। জেলা স্বেচ্ছাকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গোলাম সরোয়ার, আব্দুল মজিদ, নিজামদ্দীন, সিদ্দিক, নুরুজ্জামান, আলমঙ্গীর হোসেন, যুগ্ম সম্পাদক আলী হাসান খান হাবলু, আসলাম পারভেজ শাহিন, জাকির হোসেন, সেলিম আহম্মেদ, সোহেল, সাইফুল, আমিনুর, সাইফুর রহমান, মনিরুল ইসলাম, আবুল রহমান ভূট্টো, প্রচার সম্পাদক শেখ আজিজুর রহমান সেলিম, দপ্তর সম্পাদক আঃ করিম, তরিকুল ইসলাম (শামীম), সহ-প্রচার সম্পাদক শামীম।
পরে একটি বর্ণাঢ্য র্যালি আমতলা মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করা হয়।