নিজস্ব প্রতিনিধি ঃ এক বাড়ির দু’ নারী সদস্যকে চেতনানাশক ¯েপ্র করে অজ্ঞান করার পর ওই বাড়ির চার ভরি ওজনের সোনার গহনা, ৪০ হাজার নগদ টাকা ও ৩৫ পিস শাড়ীসহ তিন লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে অজ্ঞান পার্টি চক্রের সদস্যরা। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
পারুলগাছা গ্রামের তাপস মণ্ডল জানান, মঙ্গলবার রাতে তিনি নিজের মাছের ঘেরে অবস্থান করেন। বাড়িতে তার স্ত্রী পার্বতী রানী মণ্ডল, বেড়াতে আসা তার বড় বোন বাসন্তী মণ্ডল একটি ঘরে ও ছেলে দ্বীপ মণ্ডল অপর একটি ঘরে ঘুমিয়েছিল। ওইদিন গভীর রাতে তার স্ত্রীর ঘরে চেতনানাশক ¯েপ্র করে জানালা ভেঙে অজ্ঞান পার্টির সদস্যরা একটি বাক্সে থাকা বিয়েতে পাওয়া ৩৫ টি নতুন শাড়ী, চার ভরি ওজনের সোনার গহনা, নগদ ৪০ হাজার টাকা ও একটি বাই সাইকেল নিয়ে যায়। চুরি করে নিয়ে যাওয়া মালামালের মূল্য আনুমানিক তিন লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। অচেতন হয়ে পড়া দু’ নারীকে স্থানীয় চিকিৎসক রামপদ বাছাড়ের কাছে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভোরে দরজা খুলে মাকে ডাকতে যেয়ে দ্বীপ বিষয়টি জানতে পেরে তাকে খবর দেয়। খবর পেয়ে বুধবার সকাল ১১টার দিকে সহকারি উপপরিদর্শক তরুন অধিকারী ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা জানান, ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বার করার চেষ্টা চলছে।#