সাতক্ষীরায় দলীয় নেতাকর্মীদের নিয়ে এবি পার্টির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর ২০২১ শনিবার সকাল ১০টায় শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন, এবি পার্টির সাতক্ষীরা শাখার সমন্বয়ক শেখ মুরাদুল হোসেন।
প্রধান অতিথি ছিলেন, এবি পার্টির কেন্দ্রীয় কমিটির আহবায়ক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব এএফএম সোলাইমান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় এবি পার্টির সহকারী সদস্য সচিব ও অর্থ সম্পাদক আমিনুল ইসলাম(এফসিএ), সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান।
সাতক্ষীরা জেলা এবি পার্টির যুগ্ম সমন্বয়ক ভিপি আব্দুল কাদেরের সঞ্চালনায় বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
কর্মশালায় প্রধান অতিথি বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করে একটি কল্যাণ মূলক রাষ্ট্র গঠন করায় আমাদের লক্ষ্য। এই সংগঠনে যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচিত হবে। এই সংগঠন পরিবার তান্ত্রিক সংগঠন না। এখানে যার নেতৃত্বের যোগ্যতা রয়েছে সেই নেতৃত্বে আসবে।
আমিনুল ইসলাম (এফসিএ) বলেন, ১৮৫৭ সালে প্রথম দু-বাংলার মানুষ অধিকারের প্রশ্নে ঐক্যবদ্ধ হয়। যার কারনে বাংলা শত্রু মুক্ত হয়। পরে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়। যার ফলশ্রুতিতে ১৯৭১ সালে স্বাধীনতা অর্জিত হয়। কিন্তু আজ পর্যন্ত কিন্তু রাজনৈতিক দল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করতে ভূমিকা রাখেনি। প্রেস বিজ্ঞপ্তি
সাতক্ষীরায় এবি পার্টির দলীয় কর্মশালা অনুষ্ঠিত
পূর্ববর্তী পোস্ট