ভিন্ন স্বাদের সংবাদ : সিগারেটের প্যাকেটের গায়ে লেখা সাবধান বাণী কারোরই চোখ এড়ায় না। কিছু ভয়াবহ ছবির সঙ্গে লেখা থাকে ক্ষতিকর সতর্কবার্তা। সিগারেট সেবন স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর। আবার অতিরিক্ত তামাক সেবনও হতে পারে ক্যান্সারের কারণ। কিন্তু এবারে শোনা গেল এক অবাক করা কাহিনী। এই তামাক গাছই নাকি আবার হতে পারে ক্যান্সারের যম।
কথা গুলো শুনতে অবাক লাগলেও এমনটাই দাবি করেছেন অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানী। লাট্রোব ইউনিভার্সিটির ড. মার্ক হুলেটের দাবি তামাক গাছে থাকা বিশেষ উপাদান (এনিঅ্যাডিওয়ান) ক্যান্সার কোষের ছড়িয়ে পড়া রুখে দিতে পারে।
এসব অণু প্যাথোজেন মেরে ফেলতে পারে। এই বিশেষ উপাদান নিজেই ক্যান্সার কোষ খুঁজে বের করে এবং পাশের সম্পূর্ণ সুস্থ কোষ অক্ষুন্ন রেখেই ক্যান্সার কোষ নষ্ট করে দিতে পারে। তবে এখন পর্যন্ত ক্যান্সার কোষের ওপর এই গবেষণা চালানো বাকি রয়েছে। সুত্রঃ লাট্রোব ইউনিভার্সিটি।