এম বেলাল হোসাইন : বিগত ইউপি নির্বাচনে তৃণমূলের ভোটে প্রথম হলেও দলের নেতাদের অর্থলোলুপতার কারণে তার নাম কেন্দ্রেই পাঠানো হয়নি। এবারও তার ইউনিয়নে আওয়ামী লীগের সবচেয়ে জনপ্রিয় এবং দলীয় পদবিতে অপর প্রার্থীদের চেয়েও বড় পদে থাকা এবং উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এক নাম্বারে নাম থাকার পরও জেলা থেকে অজ্ঞাত কারণে তার নাম তিন নাম্বারে দিয়ে কেন্দ্রে পাঠানো হয়। ফলশ্রুতিতে তিনি মনোনয়নবঞ্চিত হন। কিন্তু তারপরও শেষ পর্যন্ত তিনিই নৌকা পেয়েছেন। নৌকা পাওনা হলেও দু:খজনকভাবে নৌকা তাকে ছিনিয়ে আনতে হয়েছে।
অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কালিগঞ্জের ধলবাড়িয়া ইউপিতে গাজী শওকতের মনোনয়ন বাতিল করে সজল মুখার্জীকে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে।
তিনি সর্বশেষ উপজেল আওয়ামীলীগের সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
জানা গেছে, গত ২৭ অক্টোবর বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত একপত্রে সজল মুখার্জীকে মনোনয়ন দেওয়া হয়। এর আগে ২৩ অক্টোবর ২১ তারিখে রাজাকার পুত্র হিসেবে বির্তর্কিত দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেনকে মনোনয়ন দেওয়া হয়।
এর পর কালিগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ ইউনিয়নবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে। গাজী শওকতের মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন, প্রেসক্লাব কনফান্সেসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন ইউনিয়নবাসী। বিশেষ করে দীর্ঘদিনের ত্যগী আওয়ামীলীগ কর্মী সজল মুখার্জির মনোনয়নের দাবিতে ফুসে উঠে ইউনিয়নের নেতৃবৃন্দ।
এদিকে মনোনয়ন পাইয়ে দিতে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে ফজলুল হক সজল মুখার্জীর কাছে ১ লক্ষ টাকা দাবির অভিযোগ ওঠে।
যার একটি অডিও রেকডিং ফাঁস হলে সাতক্ষীরাসহ সারা দেশে ব্যপক আলোড়ন সৃষ্টি হয়। যদিও অডিও রেকর্ডিং এর বিষয়টি ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল অস্বীকার করে বলেন এটি ষড়যন্ত্র।
অন্যদিকে, গাজী শওকত হোসেন রাজাকারের সন্তান হওয়ার পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন ভাতার কার্ড এবং মৃত্যু ব্যক্তিদের নামে ভাতার অর্থ আত্মসাথের অভিযোগে দুদকে দুটি মামলাও চলমান রয়েছে শওকতের বিরুদ্ধে। এরপরও ধলবাড়িয়া ইউনিয়নের নৌকার মনোনয়নের জন্য সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে শওকতের নাম দ্বিতীয় এবং ত্যাগী আওয়ামীলীগ নেতা সজল মুখার্জির নাম তৃতীয় নাম্বারে প্রেরণ করা হয়। ফলে মনোনয়ন বোর্ড পুনরায় বিতর্কিত গাজী শওকতকে নৌকার মনোনয়ন দেন। পরে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শওকতের মনোনয়ন বাতিল করে সজল মুখার্জীকে নৌকা দেওয়ার সভানেত্রী আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।