কালিগঞ্জ প্রতিনিধি : নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিনোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উদযাপনে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উদযাপনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ প্রঙ্গণে এই মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ল্যাবরেটরী স্কুলের হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তি‘র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক আয়োজনে শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাহী কর্মকর্তার সহধমীনি সামিরা খন্দকার,
রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক এম, হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু, লেডিসক্লাবের সম্পাদিকা ইলাদেবী মল্লিক প্রমুখ। আলোচনা সভা শেষে শ্রেষ্ট জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।
জয়িতারা হলেন অর্থনৈতিক ভাবে সাফল্যে চাম্পাফুল ইউনিয়নের ময়না আক্তার, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্যে কুশুলিয়া ইউনিয়নের মরিয়ম আক্তার, সফল জননী নারী কৃষ্ণনগর ইউনিয়নের মায়ারানী ঘোষ,
নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী ধলবাড়িয়া ইউনিয়নের ছালিমা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় ধলবাড়িয়া ইউনিয়নের শ্যামলী অধিকারী। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, সাংবাদিক,
এনজিও প্রতিনিধি ও বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের সুপার ভাইজার জয়দেব দত্ত।