তরিকুল ইসলাম লাভলু:
আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৪৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার শনিবার (২৫ ডিসেম্বর) সাতক্ষীরা জেলার কালিগঞ্জের নলতা রওজা শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন এই সেমিনারের আয়োজন করে।
নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি আলহাজ্জ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি’র সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড, এম. শমশের আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সচিব ড, মোহাম্মদ আবদুল মজিদ।
সেমিনারে খানবাহাদুর আহ্ছানউল্লা ইন্সটিটিউটের পরিচালক প্রভাষক মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রধান অধ্যাপক কাজী শৈয়বুর রহমান, কালিগন্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, নলতা আহ্ছানিয়া মিশনের খাদেম মোঃ আব্দুর রাজ্জাক,
নলতা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব এনামুল হক, নলতা আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি শিক্ষক আবু সাইদ৷ অধ্যাপক গাজী আজিজুর রহমান,
অধ্যাপক আলমগীর হোসেন, শফিকুল ইসলাম রনজু, নলতা কেন্দ্রিয় আহছানিয়া মিশনসহ বিভিন্ন মিশন অফিসের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।