প্রেস বিজ্ঞপ্তি : ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্মআয়ের মানুষকে।
শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল মরহুম আফতাব উদ্দীন মাষ্টারের কনিষ্ঠ পুত্র বেনজু আমিন। মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় তাঁর নিজস্ব বাসভবনে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে বেনজু আমিন বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে, আপনাদের পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। আমার আব্বার রুহের মাগফিরাতের জন্য কিছু মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করলাম। দোয়া করবেন আমি যেনো সারা জীবন গরীব দুখী মানুষের পাশে থাকতে পারি।