কালিগঞ্জ প্রতিনিধি :
মুজিব শতবর্ষ উপলক্ষে কালিগঞ্জে বে-সরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের সঞ্চয় ও ঋণদান কর্মসূচীর আওতায় গৃহায়ন ঋণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সুশীলন আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠানিক ভাবে
গৃহঋণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম।
সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টুর সভাপতিত্বে ও এরিয়া ম্যানেজার রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্হিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সুশীলনের ক্যাশিয়ার কৃষ্ণা কর্মকার, প্রকল্প ম্যানেজার মহাসীন আলী প্রমুখ। এসময় ৬৬ জন সদস্যদের মাঝে ৪৬ লাখ ২০ হাজার গৃহঋণের টাকা বিতরণ করা হয়। পর্যায়ক্রমে সুশীলন সংস্থার মাধ্যমে ২’শ ৫০ জন ব্যাক্তিকে ৩ কোটি ২৫ লাখ টাকার ঋণ বিতরণ করা হবে।