প্রেস বিজ্ঞপ্তি :
ঘটনার পেছনের ঘটনা খুঁজে সেটিকে তুলে ধরার মধ্য দিয়ে এগিয়ে চলেছে ঢাকাপোস্ট। ৩৬৫ দিনে পাঠকের মাঝে অবিশ^াস্য জনপ্রিয়তা ও আস্থার জায়গা করে নিয়েছে অনলাইন এ নিউজ পোর্টালটি। মূলত তরুণ, মেধাবী ও দক্ষ সংবাদকর্মীদের সমন্বয় থাকায় এটি সম্ভব হয়েছে। সাতক্ষীরায় এভাবে ঢাকাপোস্টের জন্মদিনে অতিথিরা তাদের অভিব্যক্তি তুলে ধরেন।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি মমতাজ আহম্মেদ বাপ্পির সভাপতিত্বে আলোচনা সভায় এসব কথা বলেন অতিথিরা।
ঢাকাপোস্টের সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ নজরুল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ¦ শেখ আজহার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জল, প্রেসক্লাব নেতা বীর মুক্তিযোদ্ধা কালিদাস কর্মকার, স.ম সেলিম রেজা মুকুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ারব হোসেন, দৈনিক কাফেলা পত্রিকার চীফ রিপোর্টার ইদুজ্জামান ইদ্রিস, বার্তা সম্পাদক এটিএম রফিক, সাংবাদিক আখতারুজ্জামান বাচ্চু, পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মতিন।
অনুষ্ঠাণে প্রধান অতিথি সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম বলেন, এখন মুহূর্তের সব ঘটনা জানতে চায় মানুষ। সেকারণে অনলাইন পত্রিকার জনপ্রিয়তা এখন বেশী। ঢাকাপোস্ট মাত্র এক বছরে অভাবনীয় সফলতা অর্জন করেছে। আমি ঢাকাপোস্টের পথচলাকে শুভ কামনা জানাই।
আলোচনা সভা শেষে করোনাকালীন সময়ে মানবতার আলো ছড়ানোর জন্য ঢাকাপোস্ট.কমের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী সংগঠণ ভলেন্টিয়ার ফর বাংলাদেশ সাতক্ষীরা শাখাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ক্রেস্ট গ্রহণ করেন ভলেন্টিয়ার ফর বাংলাদেশ সাতক্ষীরা শাখার সভাপতি সুব্রত হালদার, সাধারণ সম্পাদক মো. হোসেন আলীসহ অন্যান্যরা।
শেষে কেককাঁটা ও মিষ্টিমুখ করানোর মধ্য দিয়ে ঢাকাপোস্ট.কমের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজন সমাপ্ত করা হয়। অনুষ্ঠাণে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।