দেবহাটা প্রতিনিধি :
অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক,শিক্ষা ও সমাজ সংস্কারক, মুসলিম রেঁনেসার অগ্রদূত, সাহিত্যিক, দার্শনিক, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্যের কারিগর, ‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা’ এ মহান ব্রতকে সামনে রেখে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন সহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা,
সুফী-সাধক পীরে কামেল সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর স্থগিতকৃত ৫৮ তম বার্ষিক ওরছ শরীফ অত্যন্ত ভাবগাম্ভীর্য পরিবেশে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গণে আগামী ১১,১২ ও ১৩ মার্চ শুক্রবার, শনিবার ও রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তিন দিন ব্যাপী ৫৮ তম বার্ষিকী নলতা ওরছ শরীফের নতুন তারিখ নির্ধারণ সংক্রান্ত বিষয়ে ২৩ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ১০ টায় নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের হল রুমে কার্যনির্বাহী পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রাপ্ত তথ্যানুযায়ি, উক্ত সভায় ঢাকা থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।
কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন অফিসের সভায় সশরীরে উপস্থিত হন- নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি আলহাজ্জ মো. সাইদুর রহমান শিক্ষক, সহ-সভাপতি ও পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ মৌ. আব্দুর রাজ্জাক, মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. এনামুল হক খোকন,সহ-সম্পাদক আলহাজ্জ মো. মালেকুজ্জামান, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল হক, নির্বাহী সদস্য আলহাজ্জ মো. ইউনুস,আলহাজ্জ রবিউল হক, আলহাজ্জ ডা: আকছেদুর রহমান, আলহাজ্জ আবুল ফজল শিক্ষক, মো.শফিকুল আনোয়ার রঞ্জু,আলহাজ্জ একরামুল রেজা,মো. খায়রুল হাসান, আলহাজ্জ মুজিবর রহমান শিক্ষক,
এছাড়া অন-লাইনে আরো যুক্ত ছিলেন- কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি আলহাজ্জ প্রকৌশলী কাজী আলী আযম (অস্ট্রেলিয়া), যুগ্ম-সম্পাদক ডা: মো. নজরুল ইসলাম (সখীপুর), নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি আলহাজ্জ মোহাম্মদ সেলিম উল্লাহ (ঢাকা), নির্বাহী সদস্য আলহাজ্জ রফিকুল ইসলাম বাচ্চু (ঢাকা),আলহাজ্জ আলমগীর হোসেন (ঢাকা), আলহাজ্জ একরামুল হক (মাঘরী), আলহাজ্জ মো. নাসির উদ্দীন (গাজীপুর) প্রমূখ।
সভায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শেষ পর্যায়ে ২৬,২৭,২৮ মাঘ ৯,১০,১১ ফেব্রুয়ারি নলতা পাক রওজা শরীফের স্থগিতকৃত ৫৮ তম বার্ষিক ওরছ শরীফ মাহফিল অনুষ্ঠান, ফুটবল মাঠে দোকানপাট স্থাপন সহ সকল কার্যক্রম সরকারি নির্দেশনার আলোকে ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্য দিয়ে সু-শৃঙ্খলভাবে আগামী ১১,১২,১৩ মার্চ শুক্রবার, শনিবার ও রবিবার নতুনভাবে অনুষ্ঠিত হবে বলে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় ২৬,২৭,২৮ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ ১১,১২ ও ১৩ মার্চ ২০২২ খ্রিস্টাব্দ অনুষ্ঠিতব্য আসন্ন ৫৮ তম বার্ষিকী ওরছ শরীফে সকলকে উপস্থিত হওয়ার জন্য নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের পক্ষে সভাপতি আলহাজ্জ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি ও সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. এনামুল হক খোকন বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন।