কে এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো :
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা শরীফে আগামী ২৬,২৭,২৮ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ ১১,১২,১৩ মার্চ ২০২২ খ্রিস্টাব্দ শুক্রবার, শনিবার ও রবিবার বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক,দার্শনিক, সুফী-সাধক,পীরে কামেল হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ৫৮ তম বার্ষিক ওরছ শরীফ ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আর এ উপলক্ষে নলতা পাক রওজা শরীফ, মাহফিল মাঠ,পীর ভবন, রন্ধনশালা,আবাসন ব্যবস্থা, গেট, প্যান্ডেল, ফুটবল সহ এলাকায় চলছে নানা ধরনের প্রস্তুতি।
এরই অংশ হিসেবে ওরছ শরীফে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পূর্বের ন্যায় স্কাউট ও রোভার স্কাউট শিক্ষার্থীদের দায়িত্ব পালনের লক্ষ্যে তাদের তদারকির জন্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সাথে মিশন অফিসে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ ফেব্রুয়ারি রবিবার বেলা ১২ টায় অনুষ্ঠিত উক্ত সভায় নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি আলহাজ্জ মো. সাইদুর রহমান শিক্ষক’র সভাপতিত্বে বক্তব্য রাখেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. এনামুল হক খোকন, নির্বাহী সদস্য আলহাজ্জ আবুল ফজল শিক্ষক, নলতা আহ্ছানিয়া রেসিডেন্সিয়াল কলেজের সহকারী অধ্যাপক ও রোভার স্কাউট লিডার মো. তানবীর হোসেন, সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের প্রভাষক ও রোভার স্কাউট লিডার মো.মনিরুজ্জামান (মহসিন), নলতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও স্কাউট লিডার মো. মাহাবুব রহমান এবং মিশন স্টাফ মো. ইদ্রিস আলী প্রমূখ।
যেহেতু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ওরছের নির্ধারিত তারিখে ৫৮ তম বার্ষিক ওরছ শরীফ সাময়িক স্থগিত থাকার পর একমাস পর অর্থাৎ আসন্ন ২৬,২৭,২৮ ফাল্গুন ১১,১২,১৩ মার্চ শুক্র, শনি ও রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সেহেতু নানান বিষয় বিবেচনায় রেখে উক্ত ওরছ শরীফের ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষার্থে পূর্বের ত্রুটি-বিচ্যুতি সংশোধনপূর্বক যার যার অবস্থান থেকে বেশি বেশি ভূমিকা রাখার আহবান জানান বক্তাগণ।