নলতা প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার নলতার মানিক তলায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘আহছানিয়া দরবেশ আলী মেমোরিয়াল ক্যাডেট স্কুলে’ শিক্ষকদের প্রশিক্ষণ হয়েছে। বৃহঃবার সকাল ৯ টা থেকে বেলা ২টা পর্যন্ত এ প্রশিক্ষণ চলেছে বলে জানা যায়। দেশের শ্রেষ্ঠ শিক্ষক খ্যাত ও খুলনা বিভাগের স্বনামধন্য প্রশিক্ষক মোঃ আশরাফুর রহমান এ প্রশিক্ষক দেন। তিনি সাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্বে কর্মরত আছেন।
যেকোন কাজে বাস্তব প্রশিক্ষন ছাড়া সঠিক সফলতা অর্জন সম্ভব নয়। তাই শিক্ষার্থীদের যুগোপুযোগি করে গড়ে তুলতে, আধুনিক শিক্ষাদান পদ্ধতিতে শিক্ষা দিয়ে তাদেরকে আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলতে, শিশুদের মেধা-মননের বিকাশ ঘটিয়ে তাদেরকে মানব সম্পদে পরিনত করতে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষকরা যতবেশি প্রশিক্ষন নিয়ে পরিপূর্ণতা লাভ করবে ছাত্রছাত্রীরা ততবেশি শিক্ষকের নিকট থেকে আদর্শ শিখবে ও সঠিক শিক্ষায় পরিপূর্ণ হবে। সকাল থেকে দিনব্যাপি এই প্রশিক্ষণ গ্রহন করেছেন স্কুলের অধ্যক্ষ খান আলাউদ্দিন, উপ-অধ্যক্ষ শাহিনুর রহমান, সিনিয়র সহকারি শিক্ষক আবু ফরহাদ, সহকারি শিক্ষক শিউলী সরকার, জুনিয়র শিক্ষক আনারুল ইসলাম, আব্দুল কাইয়ুম, তাপস পাল, শাহানারা খাতুন, রাশিদা খাতুন, মিরানা পারভীন, শামীমুর রহমান। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক ও সাংবাদিক সোহরাব হোসেন সবুজ। স্কুলের শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে এমন উদ্যোগকে স্বাধুবাদ জানিয়েছে সচেতন অভিভাবকবৃন্দ। আগামী মঙ্গলবার আরো একজন গুণী প্রশিক্ষক দ্বারা স্কুল ক্যাম্পাসে শিক্ষকদের এই প্রশিক্ষন চলবে বলে জানা যায়।
পূর্ববর্তী পোস্ট