 রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার ভক্তদের জন্য খবরটি চমকপ্রদই। এবার অভিনয়ে তাকে পাওয়া যাবে। গুণী এ শিল্পীকে নিয়ে টেলিছবি নির্মাণের পরিকল্পনা করেছেন চ্যানেল আইয়-ক্ষুদে গানরাজ-২০০৮ আসরের রানার্সআপ রাফি।
রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার ভক্তদের জন্য খবরটি চমকপ্রদই। এবার অভিনয়ে তাকে পাওয়া যাবে। গুণী এ শিল্পীকে নিয়ে টেলিছবি নির্মাণের পরিকল্পনা করেছেন চ্যানেল আইয়-ক্ষুদে গানরাজ-২০০৮ আসরের রানার্সআপ রাফি।
সে অনুযায়ী কাজও শুরু হচ্ছে আগামী শুক্রবার (৯ জুন) থেকে। টেলিছিবিটির নাম রাখা হয়েছে ‘অরণ্যালয়ের ডিনার’।
বিষয়টি জানতে বন্যার সঙ্গে গতকাল বুধবার (৭ জুন) যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘রাফি প্রস্তাবটি দিয়েছে। আমি স্ক্রিপটি এখনও দেখিনি। এরমধ্যে দেখবো।’
এদিকে রাফি বৃহস্পতিবার (৮ জুন) ঠিক দুপুরেই বন্যার বাসা থেকে নিশ্চিত করেন- কাজটি করছেন গুণী এ শিল্পী। পাশাপাশি জানান, এর মাধ্যমে প্রথম অভিনয়ে আসছেন রবীন্দ্রসংগীতের এ পুরোধা ব্যক্তিত্ব।
এদিকে জানা গেল, শুক্রবার (৯ জুন) থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এর শুটিং শুরু হবে। তবে রেজওয়ানা চৌধুরী বন্যার অংশের শুটিং হবে আগামী মাসের শেষের দিকে। কারণ এক মাসের জন্য আমেরিকা যাচ্ছেন বন্যা। দেশে ফিরে এর কাজটি করবেন তিনি।
পরিচালক রাফি জানালেন, মূলত বন্যাকে ঘিরেই নাটকটি আবর্তিত হবে। এতে আরও অভিনয় করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত অনুষদের শিক্ষার্থী নাজমুল ও রনি।
					পূর্ববর্তী পোস্ট
				
				
					
