নিজস্ব প্রতিনিধি : রাতারাতি শহরের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের অফিস ভাংচুরের ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, শহরের ইটগাছা পশ্চিমপাড়া এলাকার মৃত নিয়ামুদ্দীন সরদারের ছেলে জামায়াত বিএনপির সদস্য আবুল কালাম আজাদ (৫০) এর নেতৃত্বে ২০/৩০ জন গত ১২ মার্চ ভোর সাড়ে ৫ টার দিকে ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ অফিস ভাংচুর করে তা মাটির সাথে বিলীন করে দেয়। সকালে স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা শহরের ইটাগাছা চিত্ত মোড়ে গিয়ে আ’লীগ অফিসের কোন অস্তিত্ব খুঁজে পায়না।
আবুল কালাম আজাদ প্রায় স্থানীয় আওয়ামীলীগ নেতাদের হুমকি দিয়ে বলতো এ ওয়ার্ডে আওয়ামীলীগ অফিস থাকবে না। রাতারাতির মধ্যে আওয়ামীলীগ অফিস ভাংচুর করে মাটির সাথে সমান করে দিবে বলে হুমকি প্রদান করতো। এঘটনায় ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য আসাদুজ্জামান লাভলু বাদী হয়ে সদর থানায় একটি লিখিত এজাহার দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। পরে তদন্ত প্রমাণিত হওয়ায় এজাহারটি মামলা হিসেবে নেয়া হয়েছে
। যার মামলা নং- ৬৪৭, তাং-২৪/০৩/২০২২। এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর মোঃ শফিউল ইসলাম জানায়, তদন্তে প্রাথমিক ভাবে প্রমাণিত হওয়ায় মামলা হয়েছে। তদন্ত এখনও চলছে। এঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।