কলারোয়ার ১০টি ইউনিয়নে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে নিস্ক্রিয় নেতাকর্মীদের দিয়ে ইউনিয়ন যুবদলের কমিটি গঠনের প্রতিবাদে মানববন্ধন করেছে পদ বঞ্চিত নেতাকর্মীরা।
গতকাল কেড়াগাছি বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, কেড়াগাছী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মহসীন আলী, যুবদল নেতা সৈকত, মিঠু,শাহীন আলমগীর, আলিম,রফিকুল, শাহাজান,মিল্টন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অমান্য করে অর্থের বিনিময়ে নিস্ক্রিয় এবং আওয়ামীলীগ পরিবারের সন্তানদের যুবদলের কমিটিতে পদ দিয়েছেন। অথচ দীর্ঘদিন ধরে আওয়ামীলীগ ক্ষমতায় থাকার কারনে জেলার ১২টি ইউনিয়নের যুবদলের নেতাকর্মী রাজনৈতিক মিথ্যা মামলায় কারাবরনসহ শারিরীকভাবে জখম হয়েছেন। হয়েছেন একাধিক মিথ্যা নাশকতা মামলার আসামী। তাদের বাদ দিয়ে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের ভাগ্নে কে এম পলাশ অর্থের বিনিময়ে ওই বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে পদ দিচ্ছেন। ইউনিয়ন গুলোর মধ্যে কেড়াগাছি, চন্দনপুর, কয়লা, হেলাতলা, যুগিখালী, দেয়াড়া, লাঙ্গলঝাড়া, কুশোডাঙ্গা, জয়নগর ও জালালাবাদ ইউনিয়ন যুবদলের কমিটিতে যেসব ব্যক্তিদের দিয়ে আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। দলের সংকটকালীন সময়ে আন্দোলন সংগ্রামে তাদের কোন ভূমিকা ছিলো না। তাদের অধিকাংশ নগদ টাকা দিয়ে কমিটি নিয়েছেন।
তিনি অবিলম্বে ওই কমিটি বাতিলের দাবিতে জেলা, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন। প্রেস বিজ্ঞপ্তি
কলারোয়ার কেড়াগাছিতে পদ বঞ্চিত যুবদল নেতাকর্মীদের মানববন্ধন
পূর্ববর্তী পোস্ট