দেবহাটা ব্যুরোঃ দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী উপজেলার গাজীরহাটে গ্রাম্য চিকিৎসক মনিরুল ইসলামের ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক অভিযান পরিচালনা করেন।
উক্ত দোকানে মেয়াদ উর্ত্তীর্ন ঔষধ রাখায় জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্র জানায়, উক্ত গ্রাম্য চিকিৎসক মনিরুল ইসলাম দীর্ঘদিন গ্রাম্য চিকিৎসক হওয়ায় তার গাজীরহাটস্থ নিজস্ব ঔষধের দোকানের মাধ্যমে ঔষধ বিক্রয় করেন।
তিনি মেয়াদ উত্তীর্ন ঔষধ বিক্রয় করছেন এমন অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হোসেন সিদ্দিকী তার দোকানে অভিযান পরিচালনা করেন।
এসময় তার দোকান থেকে বিভিন্ন প্রকারের মেয়াদ উত্তীর্ন ঔষধ পাওয়া যায়। এমনকি ২০১০ সালে মেয়াদ শেষ হওয়া ঔষধও পাওয়া যায়। এ অভিযোগে ইউএনও মনিরুল ইসলাম, পিতা- মুজিবর রহমান, গ্রাম- চাঁদপুর, দেবহাটা, সাতক্ষীরাকে নগদ ২ হাজার টাকা জরিমানা আদায় করেন। এসময় স্থানীয়রা ২০১০ সালের ঔষধ পাওয়া যাওয়ায় অবাক হন।