সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি গোলাম রসুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারে দাবিতে এবং ভূমিহীন সমিতির নামধারী ভুইফোঁড় সংগঠনের ব্যানারে মিথ্যাচারের ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, জেলা ভূমিহীন সমিতির সভাপতি মো: কওছার আলী।
সাধারণ সম্পাদক আব্দুস সামাদের পরিচালনায় প্রতিবাদ সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, জেলা ন্যাপের সভাপতি সম্পাদক হায়দার শান্ত, জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি মফিজুর রহমান, আদিত্য মল্লিক, আরমান আলী, নাজমা খাতুন,
হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আবু সেলিম, সদর উপজেলার সভাপতি ইউসুফ আলী সরদার, সাধারণ সম্পাদক মীর আশিক ইকবাল বাপ্পি, লাবসা ইউনিয়নে সভাপতি রেজাউল ইসলাম, মহিলা নেত্রী নাজমা আক্তার নদী, সুফিয়া খাতুন, শরিফা খাতুন, সালমা, নাছির উদ্দীন, সামছুর রহমান প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, , নাহিদা আক্তার নিপা নামের এক নারী জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি গোলাম রসুল রাসেল, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম রনি এবং সংগীত শিল্পী মঈনুর রহমানের বিরুদ্ধে একটি ধর্ষন মামলা দায়ের করেছে। উক্ত মামলাটি সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক বানোয়াট। বক্তারা অবিলম্বে ওই মিথ্যা মামলা প্রত্যাহার এবং সুষ্ঠু তদন্ত পূর্বক মিথ্যা মামলা দায়েরকারী ওই নিপার শাস্তির দাবি জানান।
বক্তারা আরো বলেন, জেলা ভূমিহীন সমিতির নাম নিয়ে কতিপয় ভূমিহীন নামধারী চাঁদাবাজ,
প্রতারক সাত্তার, বাবলু, ক্যাপটেনসহ কতিপয় ব্যক্তিরা উক্ত মিথ্যা মামলাকে পুঁজি করে চক্রান্ত শুরু করেছে। এমনকি বাড়ির গলির মধ্যে একটি মাইক হাতে ছবি তুলে পথসভার নাটক সাজিয়ে জঘন্য মিথ্যাচার করেছে। উল্লেখিত প্রতারক এবং তাদের মদদদাতাদের দ্রুত গ্রেফতার এবং শাস্তির দাবিতে আগামী ১৫ এপ্রিল সাতক্ষীরা নিউমার্কেটস্থ শহীদ আলাউদ্দীন চত্বরে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন। এছাড়া উল্লেখিত প্রতারকদের বিরুদ্ধে সজাগ থাকার জন্য ভূমিহীনসহ সাতক্ষীরাবাসীর প্রতি বিনীত আহ্বান জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি