আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর তিন সদস্য মালিতে নিহত হয়েছে। উত্তরাঞ্চলীয় মালিতে ঘাঁটির বাইরে হামলায় এ তিন সদস্য নিহত হয়েছে। নিহতরা সবাই তার দেশের সেনা বলে জানিয়েছে গিনির সরকার। অবশ্য হামলাকারীদের পরিচয় জানা যায় নি।
জাতিসংঘ বিবৃতিতে জানানো হয়েছে, শান্তিরক্ষী বাহিনীর শিবির লক্ষ্য করে ভারি মর্টার হামলা চালানো হয়েছিল। হামলায় পাঁচজন আহতও হয়েছিল। এরপর ঘাটির বাইরে চোরাগুপ্তা হামলায় জাতিসংঘের তিন সেনা নিহত হয়। বিবৃতিতে আর কোনো বিবরণ দেয়া হয়নি।
সাম্প্রতিক মাসগুলোত শতাধিক শান্তি সেনা মালিতে নিহত হয়েছে। দেশটি জাতিসংঘের মিশনগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মক স্থানে পরিণত হয়েছে।