নিজস্ব প্রতিনিধি :
উৎসব মুখর পরিবেশে উদ্বোধন করা হয়েছে বহুল প্রতীক্ষিত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেঁকি ফেরিঘাট।
রবিবার সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফেরিঘাটের উদ্বোধন করেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার।
সড়ক জনপদ সাতক্ষীরা নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তানজিল্লুর রহমান, সড়ক জনপদ খুলনার (ফেরি বিভাগ) নির্বাহী প্রকৌশলী আজম শেখ,অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস,
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আখতার হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদ, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আকবর কবির, ভাইস চেয়ারম্যান সাইদ উজ জামান প্রমুখ।
পাঁচ কোটি টাকা ব্যয় এ ফেরিঘাটের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এরমধ্যে মূল ফেরি ঘটে আড়াই কোটি টাকা ব্যয় হয়েছে এবং পদ্মপুকুর ইউনিয়নের পারে রাস্তার কাজের জন্য আড়াই কোটি টাকা ব্যয় হয়েছে বলে সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দীন জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এক সময়ে অসুস্থ্য মানুষ নৌকায় পার হতে গিয়ে মারা গেছেন। অনেক গভবর্তী মায়েরা নৌকায় সন্তান প্রসব করেছেন। পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নের মানুষের যাতায়াতের ভোগান্তি দুর করতে এ ফেরির ব্যবস্থা করেছে সরকার।
২০১৩ সালে এখানেই জামায়াত বিএনপির দুর্বৃত্তরা জননেত্রী শেখ হাসিনার কবর রচনা করেছিল । আজ জননেত্রী শেখ হাসিনা সেখানেই ফেরিঘাট উদ্বোধন করে তাদের কবর রচনা করলেন।
উন্নয়নের সরকার আওয়ামীলীগ সরকার। সম্প্রতি পদ্মাসেতুর উদ্বোধন করে জননেত্রী শেখ হাসিনা সেটি প্রমান করেছেন। আজ শ্যামনগর উপজেলা থেকে বিচ্ছিন্ন থাকা গাবুরা,পদ্মপুকুরের মানুষের যাতায়াতের জন্য এখানে ফেরি উদ্বোধন করা হয়েছে।
এখানে ফেরি উদ্বোধন হওয়ায় পদ্মপুকুর, গাবুরা, আশাশুনির প্রতাপনগর সহ খুলনা জেলার কয়রাসহ খুলনা জেলার মানুষের সাথে যোগাযোগ স্থাপন হবে। ফলে পাল্টে যাবে এ অঞ্চলের অর্থনীতি এবং মানুষের জীবন যাত্রার মান। মানুষের সময় ও অর্থ দুটোই বাঁচবে। থাকবে নিরাপত্তা। বক্তারা এই সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে ফেরির সুষ্ঠু ব্যবহার করতে জনসাধারনের প্রতি উদ্যাত্ত আহ্বান জানান। আলোচনাসভা শেষে ফিতা কেটে ফেরির উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এছাড়া সর্বপ্রথম টোল দিয়ে গাড়ী পার করে পদ্মপুকুর ইউনিয়ন পরিদর্শন করে অতিথিবৃন্দ।