আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ ঈদগাহ সংলগ্ন হাফিজিয়া কওমিয়া মাদ্রাসায় বজ্রপাতে সোলার প্যানেলের ব্যাটারি ফেটে চৌচির হয়েগেছে। শুক্রবার বেলা আনঃ ৩টার দিকে এ ঘটনাটি ঘটে।
সরজমিনে দেখা গেছে, মাদ্রাসার এলবেস্টারের ছাউনির উপরে থাকা সোলার প্যানেলের প্লেট অক্ষত অবস্থায় রয়েছে কিন্তু মাদ্রাসার ছাত্রদের ক্লাসরুমের ভিতরে থাকা ব্যাটারিটা ফেটে চৌচির হয়ে গেছে। তবে ওই সময় অধিকাংশ ছাত্ররা খানা খাওয়ার জন্য লজিং ম্যানের বাড়িতে ছিল বলে তাদের কোন ক্ষয়-ক্ষতি হয়নি।
মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম সরদার জানান, ইং ২০০৮ সালে জেলা পরিষদের অর্থায়নে এই মাদ্রাসাটি নির্মাণ করা হয়। সেই থেকে মাদ্রাসায় নিয়মিতভাবে ছেলেরা পড়ালেখা করে আসছে। আজ হঠাৎ বজ্রপাতের কারণে মাদ্রাসাটি অন্ধ হয়ে পড়েছে। মাদ্রাসার হুজুর মাওঃ মফিজুল ইসলাম জানান, মাদ্রাসায় ৩৫ থেকে ৪০ জন ছাত্র আছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম সাহেব ১০০ ওয়াটের সোলার প্যানেলটি দেওয়ার পর থেকে ছাত্রগুলো ভালোভাবে পড়াশোনা করে আসছিল। আজ দুপুরে হঠাৎ বজ্রপাতে সোলার প্যানেলটি নষ্ট হয়ে গেছে। নতুন একটি সোলার প্যানেল সেট না হলে কিভাবে ছাত্রদের লেখাপড়া করাবো এটাই ভাবছি। দ্রুত একটি সোলার প্যানেলের জন্য উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ
কামনা করছেন মাদ্রাসার শিক্ষক, ছাত্র ও এলাকাবাসী।