নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে । ১৬ আগস্ট মঙ্গলবার সকাল ১০ টায় প্রশিক্ষণটি শুরু হয়ে ১৭ আগস্ট বুধবার বিকালে শহরের একটি হোটেলে এই প্রশিক্ষণের সমাপ্তি হয়।
একশনএইড বাংলাদেশ এবং ইউএনএফপিএর সহযোগিতায় নারী সংগঠন নকশীকাথা এবং প্রেরণা এই প্রশিক্ষণের আয়োজন করে। দুইদিনব্যাপী এই প্রশিক্ষণে সাতক্ষীরার ১৮ জন নন জিবিভি এ্যাকটরগন অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে সহায়কের দায়িত্ব পালন করে একশনএইড বাংলাদেশের নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রজেক্ট ম্যানেজার তাসলিমা আখতার ও পিএসএস এবং জিবিভি প্রোগ্রাম অফিসার মারুফা আক্তার ও একশানএইড বাংলাদেশের নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রজেক্টের এ্যাসোসিয়েট প্রজেক্ট অফিসার মুশাররাথ মুনির মৌ।
এই প্রশিক্ষণের উদ্দেশ্য হলো নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে নন জিবিভি একটরগন মনস্তাত্বিক প্রাথমিক সেবা এবং যৌন শোষণ ও নির্যাতন থেকে সুরক্ষা প্রদান করতে পারবে।