নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা মেডিকেল কলেজের দোয়া অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় বাবলা সাহেবের বাগান বাড়িতে কলেজ প্রশাসনের আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কলেজ অধ্যক্ষ ডাঃ কাজী হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ ডাঃ মোখলেছুর রহমান। ডাঃ কাজী নাসির উদ্দীনের সঞ্চালনায় উপস্থিত ছিলেণ ডাঃ রুহুল কুদ্দস, ডাঃ রহিমা খাতুন, ডাঃ হরশিৎ চক্রবর্তী, ডাঃ কাজী আরিফ আহমেদ, ডাঃ মামুন উর রশিদ, ডাঃ নারায়ন প্রসাদ স্যানাল, ডাঃ জাহিদুর রহমান, ডাঃ সুতাপা চ্যাটার্জী, এ এইচ এম কামরুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল, মোঃ শহীদুল ইসলামসহ কলেজের বিভিন্ন স্তরের ডাক্তার, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য সেবার প্রতি গুরুত্বারোপ করেছেন। সরকার দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য নতুন আঙ্গিকে সকল প্রকার কাজ করে যাচ্ছে। ডাক্তাররা হলো মানুষের আস্তার প্রতিক। তাদের কাছে মানুষ আসে চিকিৎসা নিতে অতএব ডাক্তারদের উচিত হবে রোগীদের যথাযথ সেবা প্রদান করা। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন ইমাম মোশারফ হোসেন।