কলারোয়া ডেস্ক : কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে পৃথক ৩ টি (আইন-শৃংখলা বিষয়ক, চোরাচালান নিরোধ ও নারী শিশু পাচার রোধ) মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দেবনাথ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, সরকারি হাসপাতালের আরএমও ডাক্তার শফিকুল ইসলাম, মাদরা বিজিবি ক্যাম্পের সুবেদার ফিরোজ হাওলাদার, কাকডাঙ্গা ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান, হিজলদি ক্যাম্পের সুবেদার ওমর ফারুক, চান্দুড়িয়া ক্যাম্পের সুবেদার কহিনুর আলম, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, আলিয়া মাদ্রাসার সুপার অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলি, ইউপি চেয়ারম্যানগন মাস্টার নুরুল ইসলাম, আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, আফজাল হোসেন হাবিল, শেখ ইমরান হোসেন, এসএম মনিরুল ইসলাম, আসলামুল আলম আসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার আক্তার, প্রভাষক সাজ্জাদ হোসেন, প্রভাষক মতিয়ার রহমান, আনসার-ভিডিপি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারা খাতুন, ইসলামিক ফাউন্ডেশন’র সিরাজুল ইসলাম, অগ্রগতি সংস্থার উপজেলা কর্মকর্তা নুরুল আমিন খান, অশরাফুল ইসলাম শাহিনসহ বিভিন্ন কর্র্মকর্তা বৃন্দ। এছাড়া, একই স্থানে এনজিও অগ্রগতি সংস্থার আয়োজনে আইন-শৃংখলা কমিটির সাথে সংস্থাটির ক্রয় মাসিক সভা অনুষ্ঠিত হয়।
পূর্ববর্তী পোস্ট