শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে দুর্যোগ ও জলবায়ুজনতি কারনে বাস্তুচ্যুত ব্যক্তিদের প্রতিকুল পরিস্থিতি মোকাবেলার ক্ষমতা জোরদার করা” শীর্ষক প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৪ অক্টোবর) সকাল ১০:০০ ঘটিকায় শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে ইউরোপিয়ান ইউনিয়ন এর আর্থিক সহযোগীতায় ইউনপস এর মাধ্যমে স্পেন ভিত্তিক আন্তর্জাতিক বেসরকারী উন্নয়ন সংস্থা এডুকো বাংলাদেশের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উক্ত প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মথি মন্ডলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন।
এসময় বক্তারা বলেন, এডুকো বাংলাদেশ বর্তমানে বিশ্বের ১৪ টি দেশে কাজ করছে। পৃথিবীর বিভিন্ন দেশের ন্যায় সংস্থাটি ১৯৯৯ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। উক্ত প্রকল্পের মাধ্যমে শ্যামনগর উপজেলায় তিনটি ইউনিয়ন ও সাতক্ষীরা মিউনিসিপ্যালিটির ৫টি স্লাম এ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করবে। “দুর্যোগ ও জলবায়ুজনতি কারনে বাস্তুচ্যুত ব্যক্তিদের প্রতিকুল পরিস্থিতি মোকাবেলার ক্ষমতা জোরদার করা” প্রকল্পের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা ও সুচিন্তিত মতামত গ্রহন করার লক্ষ্যে অবহিতকরন সভার আয়োজন করা হয়। উক্ত “অবহিতকরন সভা” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাসুদুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম, সিপিপি’র এ্যাসিস্যান্ট ডিরেক্টর মুন্সি নুর মোহাম্মদ, সিপিপি’র উপজেলা টিম লিডার মাকসুদুর রহমান মুকুল, উপজেলা এনজিও সমন্বয়কারী গাজী আল ইমরান, নকশীকাঁথা’র পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী,
সামস্ এর ডিরেক্টর কৃষ্ণপদ মুন্ডা, জলবায়ু পরিষদের সদস্য পিযুশ বাউলিয়া পিন্টু, উত্তরন এর নাজমা পরভীন সহ বুড়িগোয়ালিনী ইউপি সচিব রিয়াজুল ইসলাম,পদ্মপুকুর ইউপি সচিব গৌরাঙ্গ মন্ডল উপস্থিত ছিলেন। এডুকো বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রোগ্রাম ডেভেলপমেন্ট ম্যানেজার মো. শাহিনুর ইসলাম, ইম্মানুয়েল রানা সরদার, দিবাকর ঘোষ, কাজী রাহিদুল বারী, আদনান জেব। প্রমুখ। এসময় উপস্থিত অতিথিবৃন্দ তাদের মূল্যবান পরামর্শ প্রদান করেন ও প্রকল্পের সফলতা কামনা করেন ।