নিজস্ব প্রতিনিধি :
কন্সটেবল নিয়োগকে ঘিরে সাতক্ষীরায় দালাল প্রতারক চক্র থেকে সাবধান করে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে জেলা পুলিশ। জেলা জুড়ে চলছে সতর্কীকরণ মাইকিং। আর্থিক লেনদেনে কোন পুলিশ সদস্য জড়িত থাকলে তাকেও গ্রেফতার করা হবে বলে ঘোষনা দিয়েছেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। পুলিশ লাইন্স মাঠে সোমবার থেকে শুরু হবে নিয়োগ পরীক্ষার কার্যক্রম।
নিয়োগ কার্যক্রমের মাঠের বিভিন্ন দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে রোববার (২৬ ফেব্রæয়ারি) প্রেস ব্রিফিং করে সকলকে সতর্ক করেন এসপি।
পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। দালাল প্রতারক চক্র এমনকি কোন পুলিশ সদস্যও কোন আর্থিক লেনদেনে জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
সাতক্ষীরায় ৬৫ জন পুরুষ ও ১১ জন নারী নিয়োগ হবে। মোট ৭৫ পুলিশ সদস্যের বিপরীতে আবেদন করেছেন পাঁচ হাজার ৪৯ জন।