প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় প্রেসক্লাবের সামনে সুশাসনের জন্য নাগরিক এর উদ্যোগে জাতীয় ভোটার দিবস মানব বন্ধনের মাধ্যমে পালিত হয়েছে। সাতক্ষীরা জেলা সুজনের সহ সভাপতি অধ্যাপক পবিত্র মোহন দাশের সভাপতিত্বে এ মানব বন্ধুন করা হয়েছে।
এ মানববন্ধনে সাতক্ষীরা জেলা সুজনের সম্পাদক সিনিয়র প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম বলেন, সুজন প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছ। তাই দিবসটির তাৎপর্য সুজন-এর কাছে অত্যন্ত গুরত্বপূর্ণ।
২০১৮ সালের এপ্রিল মাসে বাংলাদেশ সরকার গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে ঘোষণা দেয়।
২০১৯ সাল থেকে দিবসটি উদ্যাপন শুর“ হলেও ২০২০ সালে তারিখটি পরিবর্তন করে ২ মার্চকে জাতীয় ভোটার দিবস ঘোষণা করা হয়। আমরা নাগরিক সংগঠন সুজন-এর পক্ষ থেকে সারাদেশের ন্যায় দিবসটি সাতক্ষীরায় পালন করলাম বলে বক্তব্যে বলেন। এ সময় মানববন্ধনে অংশ গ্রহণ করেন, সুজন জেলা কমিটির সহ-সভাপতি মো মন্জুর হোসেন, যগ্ম সম্পাদক শেখ আবুল কালাম আজাদ, সহ সম্পাদক মৃনাল কুমার সরকার, হাসিনা খাতুন পুতুল, প্রচার সম্পাদক সাকিবুল হাসান বাবলা প্রমুখ।