নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় পৌর কৃষকলীগের অফিস ভংচুর করেছে দূবৃত্তরা। ২০ আগস্ট রবিবার গভীর রাতে শহরের উত্তর কাটিয়ায় মাগুরা বৌ বজার সংলগ্ন পৌর কৃষকলীগের অফিসের সাটারের তালা ভেঙে দূবৃত্তরা অফিসে ঢুকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করে। এব্যাপারে পৌর কৃষকলীগের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ প্রদান করা হয়েছে।
লিখিত অভিযোগে জানাগেছে, পৌর কৃষকলীগের সভাপতি রাশেদ হাসান চৌধুরী বাবু প্রতিদিনের ন্যায় শনিবার রাত ১১ টার দিকে দলীয় অফিস বন্ধ করে বাড়িতে যান। গভীর রাতে অফিসের তালা ভেঙে দূবৃত্তরা অফিসে ঢুকে অফিসে থাকা একটি কম্পিউটার, জাতীয় শোক দিবসের ব্যানার, ফেস্টুন, চেয়ার ভাংচুর করে এবং অফিসের টেবিলের ড্রয়ারে ও টেবিলের উপরে থাকা প্রয়োজনীয় জিনিস, কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে যায়। এবং ড্রয়রে থাকা ৩৫ হাজার টাকা নিয়ে যায় দূবৃত্তরা। এঘটনায় প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানাগেছে।
সকাল সাড়ে ৬টার দিকে পৌর কৃষকলীগের সভাপতি রাশেদ হাসান চৌধুরী বাবু অফিসে এসে দেখেন অফিসের তালা ভাঙা এবং অফিসের ভেতর বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছিড়ে যাবতীয় জিনিসপত্র ভেঙে তছনছ করে রাখে। অফিসের এমন অবস্থা দেখে পৌর কৃষকলীগের সভাপতি রাশেদ হাসান চৌধুরী বাবু সদর থানা পুলিশ এবং সাতক্ষীরা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান জুয়েল কে অবহিত করেন।
খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম কৃষক লীগের অফিস পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান জুয়েল, পৌর ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সহ দলীয় নেতৃবৃন্দ।