কালিগঞ্জ প্রতিনিধি :
কালিগঞ্জে মাস্টার প্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এই গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়। মাস্টার প্ল্যান প্রণয়ন কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পেশাজীবী এবং স্টকহোল্ডারগন কর্মশালায় অংশগ্রহন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন ইউটিএম আইভিপিও প্রকল্প পরিচালক মোঃ সায়ফুদ্দিন। ভারপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী মোঃ মানিক হোসেনের পরিচালনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি উপজেলা, শহর, মিউনিসিপাল, মাস্টার প্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প প্রথম সংশোধিত উপজেলা মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।
কর্মশালায় তথ্য প্রযুক্তির মাধ্যমে মূল বিষয় বস্তু উপস্থাপন করেন ইউটিএম আইডিপি প্লানিং কনসালটেন্ট স্বরূপ হোসাইন ও টিম লিডার কাজী কামরুল হাসান। কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়. গ্রাম হবে শহর এই প্রতিপাদকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক পর্যায়ে পাইলট প্রকল্পের আওতায় ১২টি উপজেলার মধ্যে কালিগঞ্জ উপজেলাকে এই প্রকল্পের আওতাভুক্ত করা হয়েছে। আগামি বাইশ মাস যাবৎ কালিগঞ্জ উপজেলায় ৭২জন ইঞ্জিনিয়ার কৃষি, মৎস, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন শিল্পসহ বিভিন্ন বিষয় নিয়ে প্ল্যানিং-এর কাজ করবেন।