প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ এগ্রিকালচার মেশীনারী মার্চেন্ট এসোসিয়েশন সাতক্ষীরা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ জানুয়ারি মঙ্গলবার সন্ধা ৭টায় এসোসিয়েশনের সভাপতি আব্দুর রউপের সভাপতিত্বে সদরের নিউমার্কেট মোড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নাসির হোসেন, সহ সভাপতি কাজী কামরুল ইসলাম, ক্যাসিয়ার আব্দুর রহমান।
বক্তরা বলেন বাংলাদেশর কৃষি প্রধান দেশ। এই দেশের বেশিরভাগ মানুষ কৃষি কাজ করে তাদের জিবিকা নির্বাহ করে। বাংলাদেশ এগ্রিকালচার মেশীনারী মার্চেন্ট এসোসিয়েশন দেশের কৃষি উৎপাদনে প্রয়োজনীয় যন্ত্রাংশ কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত কৃষিতে বিপ্লব ঘটাতে চেষ্টা করে যাচ্ছে। আগামী দিন গুলোতেও এই ধারা অব্যাহত থাকবে।
এছাড়া সংগঠনের বাৎসরিক পিকনিক সহ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেম আসুতোষ কুমার,সাুদুল হক,জয়ন্ত,আব্দুর রহমান,সহিদুল ইসলাম, রফিকুল ইসলাম সহ আরও অনেকে পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন আজিজুল ইসলাম।