কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে কর্মসূচি প্রণয়নের জন্য এক প্রস্তুতি সভা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাখাওয়াত হোসেন ও দেবহাটা থানার ওসি (তদন্ত) সিদ্দিকুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষ, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, হাজী কেয়ামউদিন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, সখিপুর সরকারি খান বাহাদুর কলেজের শিক্ষক আবু তালেব, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দেবহাটা সরকারী হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সঞ্জয় মন্ডল, বিআরডিবি কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন,
উপজেলা সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়া রানী, ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। এ সময় বক্তারা বলেন, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযোদ্ধার গল্প শোনাতে হবে তবেই না মুক্তিযুদ্ধকে ধরে রাখা যাবে।