কালিগঞ্জ প্রতিনিধি :
কালিগঞ্জ সীমান্ত নদী ঈছামতি খারহাট এলাকার বাংলাদেশের তীর হতে ক্ষত-বিক্ষত অবস্থায় অর্ধগলিত ৫০ উর্দ্ধ অজ্ঞাত ১ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। (২০ ফেব্রæয়ারি) মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের খারহাট সুইচ গেটের বিপরীতে নদীর তীরে ফাঁস জালে জোড়ানো চেকের লুঙ্গি পরা ক্ষতবিক্ষত লাশ দেখতে পায় জেলেরা। বিষয়টি থানায় পুলিশকে জানালে উপ-পরিদর্শক ফাহাদ হোসেন ঘটনাস্থলে পৌছে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বেশ কয়েক দিন পূর্বে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঐ ব্যাক্তি বাংলাদেশ বা ভারত কোন দেশে নাগরিক সেটা শনাক্ত করা সম্ভব হয়নি। অবস্থার প্রেক্ষাপটে ধারণা করা হচ্ছে চোরাকারবারী, গরুর রাখাল বা জেলে হতে পারে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অজ্ঞত মৃত ব্যাক্তি লাশ নৌ পুলিশের কাছে হস্তন্তর করা হয়ে। নৌ-পুলিশের উপ-পরিদর্শক মাহিদুল ইসলাম জানান, লাশের সুরতহাল রির্পোট তৈরী করা হয়েছে। তবে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।