মাহফিজুল ইসলাম আককাজ: বাংলাদেশ কৃষি ব্যাংক সাতক্ষীরা মূখ্য অঞ্চলের শাখা ব্যাবস্থাপক ও মাঠ কর্মী সন্মেলন ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাংলাদেশ কৃষি ব্যাংক সাতক্ষীরা মূখ্য অঞ্চলের শাখার আয়োজনে সাতক্ষীরা অঞ্চলের মূখ্য আঞ্চলিক ব্যাবস্থাপক কমলেশ চন্দ্র সরদারের সভাপতিত্বে সন্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক খুলনা বিভাগের মহা-ব্যাবস্থাপক দুলাল চন্দ্র সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা কোরাইশী হাসান মাহমুদ, বিভাগীয় কার্যালয়ের উপ-ব্যাবস্থাপক শরিফ ইকবাল হামিদ, আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ। সন্মেলনে জেলার ১৭টি শাখার ব্যাবস্থাপক ও বিভিন্ন পর্যায়ের মাঠ কর্মকর্তা ও উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ভোমরা স্থল বন্দর শাখার কর্মকর্তা শেখ সিদ্দিকুর রহমান ও শখিপুর শাখার কর্মকর্তা কাজী মাসুদুল হক।
পূর্ববর্তী পোস্ট