নিজস্ব প্রতিনিধি: “আমরা আগুন, সন্ত্রাস, নাশকতা চাই না, আমরা শান্তি চাই আমরা পড়ার টেবিলে ফিরতে চাই” এই স্লোগানে এক দফা সরকার পতনের আন্দোলনের বিরুদ্ধে সাতক্ষীরার কলারোয়ায় শান্তি মিছিল মানববন্ধন সমাবেশ করেছে সাধারন শিক্ষার্থীরা।
আজ রবিবার সকালে ১০ টায় বিভিন্ন স্কুল কলেজের সাধারন শিক্ষার্থীরা কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে জমায়েত হতে শুরু করে।
পরে কলারোয়া উপশহরের সাধারন শিক্ষার্থীরা শান্তি মিছিল বের করে। মিছিলটি উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাব এলকায় ঘন্টাব্যাপী মানববন্ধন সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, রোকেয়া কুলসুমপাহাড়ী,মো: সোহান, বাঁধন, তারেক, বিপ্লব, মুস্তাকিম, নাহিদ,শান্ত সহ সাধারন শিক্ষার্থীরা।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, শুরু থেকেই কোটা সংস্কার আন্দোলনে যুক্ত থেকে আমরা সাতক্ষীরায় শান্তিপূর্নভাবে আন্দোলন করেছি। কিন্ত দাবী পুরনের পরও সরকার পতনের এক দফা আন্দোলনের সাথে সাধারন শিক্ষার্থীরা থাকতে পারে না।
কোটা আন্দোলকারীদের ব্যবহার করে কেউ কেউ বিএনপি জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করতে দেশে সহিংসতা চালাচ্ছে। তারা সাধারন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে আসার আহবান জানান।