নিজস্ব প্রতিনিধি :
সরকার পরিবর্তনের সুযোগ কাজে লাগিয়ে বাবুলিয়ায় পৈত্রিক সম্পত্তি জোর পূর্বক দখল চেষ্টার অভিযোগ উঠেছে। এঘটায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী মনিন্দ্র নাথ ভারতী সেনা বাহিনীর সাতক্ষীরা কমান্ডার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বাবুলিয়া গ্রামের মৃত রাম গোপাল ভারতীর পুত্র মনিন্দ্র নাথ ভারতী পৈত্রিক সূত্রে বাবুলিয়া বাজারস্থ সম্পত্তিতে বসবাস করে আসছিলেন। সেখানে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ বসবাস করে আসছিলাম।
কিন্তু এলাকার মৃত তকিম মোল্যার পুত্র চিহ্নিত চাঁদাবাজ হোসেন আলী অবৈধভাবে মনিন্দ্র নাথের সম্পত্তি দখলের চক্রান্ত করে। একপর্যায়ে ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর আইন শৃৃঙ্খলা বাহিনীর অবনতির সুযোগ কাজে লাগিয়ে ভাড়াটিয়া লোকজন নিয়ে উক্ত সম্পত্তিতে থাকা ঘরবাড়ি এবং তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে গুড়িয়ে দেয়।
সে সময় ওই প্রতিষ্ঠানে থাকা ৫ লক্ষাধিক টাকা মালামাল লুটপাট করে নিয়ে যায়। এরপরও হোসেন আলী মনিন্দ্র নাথ কে বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শণ করে যাচ্ছে। এঘটনায় প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।