নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় অতি বৃষ্টি জনিত কারনে সৃষ্ট ভয়াবহ জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কের সুভাষিনী বাজারে কয়েক হাজার ভুক্তভোগী মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন পানি কমিটির সদস্য মাস্টার মতিয়ার রহমান।
যুব পানি কমিটি ও এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, তালার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, যুবদল নেতা অধ্যাপক মোশাররফ হোসেন, তালা উপজেলা পানি যুব কমিটির সভাপতি আব্দুল হামিদ, সরদার আবুল হোসেনসহ জলাবদ্ধতার কবলে পড়া ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
বক্তারা বলেন, অতিবৃষ্টিতে সাতক্ষীরার তালা উপজেলার ১২টি ইউনিয়নের অধিকাংশ এলাকার মানুষ পানিতে নিমজ্জিত। ঘরের মধ্যে পানি উঠেগেছে। ফলে তালা উপজেলার দেড়লক্ষাধিক মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। এসব এলাকার মানুষের দূর্ভোগের শেষ নেই। ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। নেই সুপেয় পানি। কোন কোন এলাকায় ঘরের মধ্যে পানি উঠে যাওয়ায় খাটের উপর রান্না এবং বসবাস করছে মানুষ।
ময়লা পানিতে বসবাসের কারনে চর্ম রোগসহ নানা ধরনের পানি বাহিত রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। প্রায় ২মাস যাবত পানি বন্দি থাকায় চরম মানবেতর জীবন যাপন করছে এসব ডুবন্ত এলাকার মানুষ। কিন্তু পানি নিস্কাশনে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন উদ্যোগ নেই। বক্তারা অবিলম্বে ক্ষতিগ্রস্থ মানুষের পূনর্বাসনসহ পানি নিস্কাশনের কার্যকরি উদ্যোগ গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে আসা লাউতাড়া গ্রামের নজরুল ইসলাম বলেন, ঘরের মধ্যে পানি উঠেগেছে। ঘরে খাবার নেই। কাজও নেই। ঘরের মধ্যে খাটের উপর পরিবার নিয়ে কোন রকমে খেয়ে না খেয়ে বেঁচে আছি। অথচ কেউ কোন খবর নেয় না। একই কথা বলেন, তালার সুভাষিনী গ্রামের নুর আলী খাঁর স্ত্রী আলেয়া বেগম। চারিদিকে পানি আর পানি। দুই মাস ধরে একই অবস্থায় রয়েছি। পানি নামছে না। এভাবে বেঁচে থাকা যায় না।