নিজস্ব প্রতিনিধি :
আধুনিক শিক্ষা ব্যবস্থা নিয়ে যাত্রা শুরু করেছে সাতক্ষীরা মডেল স্কুল এন্ড কলেজ। শুক্রবার বিকাল ৪টায় কাটিয়া টাউন বাজার সংলগ্ন স্কুল ক্যাম্পাসে যাত্রা শুরুর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ মো: আবুল হাসেম, বিশিষ্ট সমাজসেবক ডা: আবুল কালাম বাবলা, সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ মো: ইমদাদুল হক, সিটি কলেজের অধ্যাপক ড. মিজানুর রহমান, ডা: সৈয়দ কামরুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক মো: আবু সাঈদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মডেল স্কুলের প্রধান শিক্ষক মো: জিল্লুর রহমান।
সার্বিক পরিচালনায় ছিলেন, স্কুলের পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু এবং সমসের স্যার।
মডেল স্কুলের আয়োজনে সাতক্ষীরার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ৫ম এবং ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উত্তীর্ণ ৫ম শ্রেণির ২৩ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়েছে এবং ৮ম শ্রেণির ৫জনকে পুরস্কার প্রদান করা হয়।
এসময় বক্তারা বলেন, মডেল স্কুল সাতক্ষীরায় একটি মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে। এখানে শিক্ষার্থীরা আগামীতে দেশের গুরুত্বপূর্ণ পদে আসীন হবে। মডেল স্কুলের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়বে। বক্তারা স্কুলটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। ##
১৫.১১.২০২৪