সাতক্ষীরা পৌরসভা বøকে ব্রিধান ৮৭ ধানের নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার পৌরসভা বøকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইয়াছির আরাফাত বেশ কিছু প্রগতিশীল কৃষকদের নিয়ে মোঃ আজমাল হোসাইন এর জমিতে এই ধান কাটা হয়।
বৃত্তাকার পদ্ধতিতে ২০ বর্গমিটার জমির ধান কেটে মাড়াই করা হয়। সেখানে ১৪ কেজি ১০০ গ্রাম কাঁচা ধান পাওয়া যায়। যেটা ময়েশ্চার বাদ দিলে ১২ কেজি ৪০০ গ্রাম শুকনা ফলন পাওয়া গেছে। অর্থাৎ হেক্টর প্রতিফলন হয়েছে ৬.২ টন। মোঃ ইয়াছির আরাফাত বলেন ব্রিধান ৮৭ আমন মৌসুমের একটি জনপ্রিয় ধান।
এ বছর বৃষ্টির কারণে জলাবদ্ধতার পরিমাণ বেশি হলেও ফলন মোটামুটি সন্তোষজনক হয়েছে। তুলনামূলকভাবে রোগ ও পোকামাকড় এর আক্রমণ কম হয়। গাছের উচ্চতা বেশি ও কিছুটা জলবদ্ধতা সহনশীল। ধান গাছ মোটামুটি শক্ত তাই সহজে হেলে পড়ে না। চাল চিকন ও সাদা, ভাত ঝরঝরে হয়।
জাতটি মোটামুটি স্বল্প সময়ে পরিপক্ক হয়। আমন ও বোরো ধানের মাঝামাঝি সময়ে সরিষা লাগানোর জন্য উপযুক্ত সময় থাকে। যার ফলে জাতটি জনপ্রিয়তা করার জন্য জনসচেতনতা সৃষ্টি করা হচ্ছে এবং দ্রæত কৃষকের কাছে জনপ্রিয়তা বাড়ছে। প্রেস বিজ্ঞপ্তি