নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বাংলাদেশ বিনির্মানে তারুণ্যের ভাবনা শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার উন্নয়ন সংস্থা সিডো ও এ্যাকশন এইড বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু।
সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ^াসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,সদর উপজেলা নির্বাহী অফিসার সোয়াইব আহমাদ, সাতক্ষীরার টিটিসি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেএম মিজানুর রহমান, ডা: আবুল কালাম বাবলা, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক চক্রবর্তী, সাংবাদিক এম কামরুজ্জামান, হেনরি সরদার, ফাদার নরেন্দ্র জে বৈদ্য, এ্যাকশন এইডের ডেপুটি ম্যানেজার আরিফ সিদ্দিকী।
বক্তারা বলেন, শুধু মানুষ হলেই হবে না। ভালো মানুষ হতে হবে। তরুনদের লেখাপড়ার পাশাপাশি দক্ষ হতে হবে। দক্ষতা ছাড়া কোন ভাবেই নিজের এবং দেশের উন্নতি করা সম্ভব না। শুধু মুখস্ত বিদ্যা দিয়ে কোন জাতিই উন্নতি করতে পারে না। নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারলেই অর্থনৈতিক, সামাজিকভাবে সমৃদ্ধ হওয়া সম্ভব। আগামীর স্বপ্নের বাংলাদেশের বিনির্মানে যুবদের দক্ষ হওয়ার আহŸান জানান বক্তারা। ##