সাতক্ষীরা সদর উপজেলা মানবাধিকার সুরক্ষা কমিটির উদ্যোগে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
নেটজ্ বাংলাদেশ ও বিএমজেড এর সহযোগীতায় রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ (রিইব) এর আয়োজনে উপজেলা নিবার্হী কর্মকর্তা কার্যালয়ে অনুষ্ঠিত সংলাপে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন রিইব হোপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী বিকাশ কুমার দাশ। প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ।
প্রধান অতিথি সাতক্ষীরা জেলায় বাল্যবিবাহের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, বাল্যবিবাহ প্রতিরোধসহ নারী নির্যাতনের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের প্রতিনিধিদের সোচ্চার ভূমিকা রাখার আহবান জানান।
এরিয়া সমন্বয়কারী রেহেনা পারভীন এর সঞ্চালনায় উপজেলা কমিটির অগ্রাধিকারভিত্তিতে চিহ্নিত সামাজিক সমস্যাসমূহ উপস্থাপন করেন সদস্য সচিব আনজুমানারা ও মাহফুজা পারভীন লিপি। সমস্যা ও ভুক্তভোগীদের পক্ষ থেকে অভিজ্ঞতাসমুহ তুলে ধরে বক্তব্য রাখেন এডভোকেট আল মাহমুদ পলাশ, গৌর দাস, স্বপ্না পারভিন, লাভলু, পলাশ মন্ডল, চায়না মন্ডল প্রমূখ। আলোচনার ভিত্তিতে উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে নারী ও কিশোরীদের সামাজিক অংশগ্রহণ বৃদ্ধিতে গণতান্ত্রিক সংলাপে সেবাদানকারী প্রতিষ্ঠান ও মানবধিকার সুরক্ষা কমিটির যৌথ পরিকল্পনা গৃহীত হয়।
বিশেষ করে বাল্যবিবাহ, বহুবিবাহ প্রতিরোধ, সামাজিক নিরাপত্তা বেস্টনী কর্মসূচীতে অনগ্রসর জনগোষ্টীর প্রবেশদম্যতা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেনতা বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসনপুর্বক চলতি মৌসুমে ধানচাষ নিশ্চিত করা, যৌন হয়রানি প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন, কায়পুত্র কম্যুনিটির পুন:বাসন প্রভৃতি বিষয়ে যৌথ পরিকল্পনা গ্রহণ করেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম।## প্রেস বিজ্ঞপ্তি