প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরার আমতলা মোড় সংলগ্ন এলাকায় বুনিয়াদ মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বুধবার সকাল ১০ টায় কাটিয়া স্কুল ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহা: আবুল খায়ের।
বুনিয়াদ মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজর অধ্যক্ষ নূরজাহান খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি.এম.নূর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, মাকসুদ হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বুনিয়াদ মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক নওশাদ আলম লিপন।
বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, সাতক্ষীরার শত বিদ্যালয়ের মধ্যে মাইলস্টোন স্কুল ও কলেজ ব্যতিক্রমী অবস্থানে থাকবে ।নৈতিক ও ধর্মীয় মুল্যবোধসম্পন্ন মানুষ গড়তে প্রতিষ্ঠানটি ভূমিকা রাখবে।সাতক্ষীরায় শিক্ষা বিস্তারে বিদ্যালয়টি মাইলস্টোন হয়ে থাকবে।
পরে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দেন অতিথিরা।
প্রসঙ্গত, নূরজাহান খাতুন কর্তৃক পরিচালিত বুনিয়াদ কোচিং সাতক্ষীরার একটি নির্ভরযোগ্য কোচিং সেন্টার। তার ৪২ বছরের অভিজ্ঞতার আলোকে ইনকোর্স ও সেমিস্টার পদ্ধতিতে মাইলস্টোন স্কুল ও কলেজটি পরিচালিত হবে। আপাতত প্লেগ্রুপ থেকে ৬ষ্ঠ শ্রেণি পরযন্ত ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। পরবর্তীতে দ্বাদশ শ্রেণি পরযন্ত শিক্ষার্থী ভর্তির পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।