মইনুল ইসলাম: আশাশুনির প্রান কেন্দ্র ও বৃহৎ বাণিজ্যিক এলাকা বুধহাটা বাজারের রক্ষাকারি বাঁধ না থাকায় বেতনা নদীর অস্বাভাবিক জোয়ারের উপচে পড়া পানিতে জোয়ার ভাটা চলছে বাজারটিতে। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতিবছর এমনি ভাবে নাব্যতা হারানো বেতনার প্রবল জোয়ারের পানির চাপে বাজারের মধ্যে পানি উঠে ব্যবসায়ী সহ জনসাধারণ ব্যাপক ক্ষতির সম্মুখিন হতে হয়। সরেজমিন ঘূরে দেখা গেছে বাজারের কাঁচাবাজার থেকে শুরু করে পান পট্টি, চাউল পট্টি, মাছ বাজার, গরুহাট সড়কের উপর দিয়ে জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে। ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে জোয়ারের পানি বিভিন্ন সড়ক ছাপিয়ে দোকানের মধ্যে উঠে আসে। আর এতে করে বাজারে আগত ক্রেতাগন পানি বন্দি হয়ে পড়ছে। বাজারের গলির ভিতরে থাকা ছোট বড় সকল ব্যবসায়ীদেরও বিড়ম্বনা পোহাতে হচ্ছে। ফুটপাতে বসে যারা ব্যবসা করে তাদের বাধ্য হয়ে দোকান বন্ধ করতে হচ্ছে অথবা হাঁটুজলের মধ্যে বসে ব্যবসা করতে হচ্ছে। এ বিষয়ে বাজারের কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বললে তারা জানান বাজার সংস্কার হবে এমন কথা শুনেছি, কবে হবে জানিনা। বুধহাটা ইউপি চেয়ারম্যান ও বনিক সমিতির সভাপতি ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান বাজার উচু করণ ও ড্রেনেজ ব্যবস্থা উন্নত করতে তিনি কাজ করে যাচ্ছেন। তবে বর্ষা মৌসুম না গেলে পুরোপুরি ভাবে কাজ করতে পারছেন না। তিনি বলেন বাজারটিকে একটি উন্নত বাজারে পরিনত করতে সব ধরণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এবং শীঘ্রই বেতনা নদীর বাধ উচু করে বাজারের বিভিন্ন সড়কের পাশ দিয়ে ড্রেনেজ ব্যবস্থা করে বাজারকে জলাবদ্ধতা মুক্ত করা হবে।
পূর্ববর্তী পোস্ট