জাতীয়তাবাদী তাঁতীদলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্যামনগরের র্যালি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে শ্যামনগরের বংশীপুর মোড়ে শ্যামনগর উপজেলা জাসাসের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিনুর খোকন ও বিএনপি নেতা রফিকুল ইসলামের এর নেতৃত্বে র্যালি অনুষ্ঠিত হয়। পরে সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলার স্থানীয় পর্যায়ের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ। দোয়া অনুষ্ঠানে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত পরিপূর্ণ সুস্থতা কামনা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সবার সুস্বাস্থ্য কামনা করা হয়েছে। এদিকে, কলারোয়া উপজেলা ও পৌর তাঁতীদলের আয়োজনে র্যালি ও দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত উপজেলার আহবায়ক আব্দুল জলিল এবং সদস্য সচিব জিয়াউর রহমান, পৌর শাখার আহবায়ক মো: রফিক ও সদস্য সচিব আলমগীরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি