নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা থেকে ঢাকায় পাঠানোর প্রস্তুতিকালে ক্ষতিকর জেলি ও সাবু মিশ্রিত ৩৯০ কেজি চিংড়ী আটক করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের অভিযানে সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকা থেকে এসব চিংড়ী আটক করা হয়।
অভিযানে সদর উপজেলা নির্বাহী অফিসার সোয়াইব আহমাদের নেতৃত্বে উপজেলা সিনিয়র মৎস্যকর্মকর্তা শফিকুল ইসলামসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সিনিয়র মৎস্যকর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, আটকের পর জেলি ও সাবু মিশ্রিত চিংড়ী আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। একই সাথে তিন ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করে আদালত। ব্যবসায়ীরা হলেন,কালিগঞ্জের উজিরপুর গ্রামের মিজানুর রহমান, আশাশুনি হাড়িভাঙ্গা গ্রামের আনন্দ কুমার এবং মহেশ^রকাটি গ্রামের বাদসা। তাদের মধ্যে মিজানুর রহমানকে ২০ হাজার টাকা, আনন্দ কুমারকে ৫০ হাজার এবং বাদশা কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ##