সরদার কালাম, খোরদো প্রতিনিধি : ঈদের আনন্দকে আরো বিকশিত করতে কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়ানের খোরদো হাইস্কুল মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।খোরদো হাইস্কুল চত্বরে ঈদের তৃতীয় দিন বুধবার বিকেলে ওই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।
রীতি ফুটবল প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে খোরদো কপোতাক্ষ ফুটবল অনুর্ধ ১২ একাডেমীর তারুণ্য উজ্জ্বিবিত খেলোয়াররা এবং অন্য দিকে সাথক্ষীরা অনুর্ধ ১২ ফুটবল একাডেমী। কপোতাক্ষ ফুটবল একাডেমীর উদ্দোগে খেলায় দুটি দলই ভিন্ন ভিন্ন জার্সি পরিহিত অবস্থায় অংশ নেয় এবং জোর প্রতিদ্বন্দ্বিতা করে।
নির্ধারিত সময়ে খেলাটি জোর প্রতিদ্বন্দ্বিতায় করায় কোনো দলই গোল করতে না পারাই ফুটবল খেলাটি অমীমাংসিত থাকলে সেটা গড়ায় টাইব্রেকারে। উভয় দলের ১১জন খেলোয়াড়দের মধ্যে ৫ টি খেলোয়াড় ট্রাইব্রেকার শট করে। সেখানেও ৩-৩ গোলে সমতা থাকায় শেষ পর্যন্ত উভয়দলকেই বিজয়ী ঘোষনা করে বিজয়ের উচ্ছাসকে ভাগ করে দেয়া হয়।
খোরদো কপোতাক্ষ ফুটবল একাডেমীর উদ্দোগে অনুষ্ঠিত খেলা শুরু হওয়ার পরপরই খোরদো হাইস্কুল মাঠে প্রাচীরঘেরা স্কুল চত্বরে একে একে ভরে যায় দর্শকদের উপস্থিতিতে। হাস্যকর, আনন্দ ও উৎসবমুখর ওই খেলা উপভোগ করতে স্কুলের তিনটি ভবনেই অবস্থান করে শিশু থেকে বৃদ্ধ অবধি ফুটবল প্রেমি দর্শক।এছাড়াও উপস্থিত ছিলেন দেয়াড়া ইউনিয়ানের চেয়ারম্যান গাজী মাহবুবুর রহমান মফে!খোরদো পুলিশ ক্যাম্পের আই সি হাসানুজ্জামান রিপন,সাংবাদিক এম আইয়ুব হোসেন,এস এম কালাম দেয়াড়া সংরক্ষিত আসনের মহিলা মেম্বর আকলিমা খাতুন, ইউপি সদস্য রফিকুল ইসলাম. মহিলা মেম্বর মুসলিমা খাতুন আরো নেত্রীবৃন্দসহ আনন্দ প্রিয় দর্শক ও খেলোয়াড়রা।
প্রীতি এ ফুটবল ম্যাচের উভয় দলে অংশ নেয় খোরদো কপোতাক্ষ ফুটবল একাডেমীর তরুণ প্রজন্ম এবং সাথক্ষীরা ফুটবল একাডেমীর তরুণ প্রজন্মের খেলোয়াড়রা। উভয় দলের খেলোয়াড়দের মধ্যে আনন্দ ভাগাভাগি করার মধ্য দিয়ে ইউনিয়ানের চেয়ারম্যান এবং খোরদো পুলিশ ক্যাম্পের আই সি হাসানুজ্জামান রিপন সন্তোষজনক উপহার তুলে দেন।
খোরদো কপোতাক্ষ ফুটবল একাডেমীর উদ্দোগে অনুষ্ঠিত খেলাটি রেফারির দায়িত্ব পালন করেন বিশিষ্ট প্রাক্তন খেলোয়াড় মেহেদী রুবেল রেফারি এবং ধারাভাষ্যকার হিসাবে দায়িত্ব পালন করেন শ্রি পলাশ পদ ঘোষ ।
পূর্ববর্তী পোস্ট